যশোরের চৌগাছায় বজ্রপাতে আমিনুর রহমান (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের ফতেপুর গ্রামের নুর বক্সের ছেলে।
শনিবার দুপুর একটার দিকে তার বাড়ির পাশে বেড়গোবিন্দপুর বাওড় সংলগ্ন খেতে ঘাস কাটার সময় তিনি বজ্রপাতে নিহত হন।
মৃতের ভাই কামরুল ইসলাম বলেন, আমিনুর কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতো। শনিবার বেলা ১১টার দিকে গ্রামের উত্তর মাঠে ছেলে ইয়াছিন আরাফাত কে সাথে নিয়ে গরুর জন্য নিজের ঘাসের খেতে ঘাস কাটতে যায়। এ সময় বজ্রসহ বৃষ্টিপাত হলে ছেলে ইয়াছিন আরাফাত ঘাস নিয়ে বাড়িতে চলে আসে। দুপুর একটার দিকে মাঠেই বজ্রপাত হওয়ার পর জনৈক জয়নাল আবেদিন ওরফে ঠান্ডু মাঠে নিজের খেত দেখতে গেলে দেখেন আমার ভাই পিঠের কিছু অংশ ঝলসানো অবস্থায় উপুড় হয়ে পড়ে আছে। পরে তার ডাক চিৎকারে স্থানীয়রা এসে দেখেন তিনি মারা গেছেন। পরে স্থানীয়দের সহায়তায় লাশটি বাড়িতে নিয়ে পরে থানায় সংবাদ দিই।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খুলনা গেজেট/ বিএম শহিদ