যশোরের চৌগাছায় দিনে মটরসাইকেল আর রাতের আঁধারে ব্যবসা প্রতিষ্ঠানে চুরি সংঘঠিত হয়েছে। হঠাৎ করে আবারও চোরের উপদ্রব সকলকে ভাবিয়ে তুলেছে। ভুক্তভোগীসহ এলাকাবাসি চোরের উৎপাত থেকে রক্ষা পেতে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।
রবিবার জোহরের নামাজ আদায় করতে বাস মালিক সমিতি কার্যালয়ের পিছনে রাহমানিয়া জামে মসজিদে আসেন মিজানুর রহমান। তার ব্যবহৃত ১১০ সিসি একটি ডিসকভারী মটরসাইকেল যার নম্বর ঢাকা মেট্রো-হ ৬০৩৮১২। মসজিদের সামনে বকুল গাছের নিচে রেখে নামাজ আদায় করতে মসজিদে যান। নামাজ আদায় শেষে মসজিদের বাইরে এসে দেখেন তার মটরসাইকেল নেই। একপর্যায়ে বুঝতে পারেন মটরসাইকেলটি চুরি হয়ে গেছে। একই সময় সেখানে রাখা আরও ৪টি মটরসাইকেলের লক তালা ভাঙলেও সেগুলো চোরেরা নিতে পারেনি বলে জানান স্থানীয়রা।
এ ঘটনায় ভুক্তভোগী সংশ্লিষ্ঠ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত চুরি হওয়া মটরসাইকেলের সন্ধান মেলেনি।
এদিকে রবিবার দিবাগত রাতে চৌগাছা বাজারের মেইন বাসষ্টান্ডে অবস্থিত মোহন সাইকেল ষ্টোরে চুরি সংঘঠিত হয়েছে। চোরেরা দোকান ঘরের পূর্বপাশের ভেন্টিলেটর ভেঙ্গে দোকানে প্রবেশ করে। এরপর ক্যাশের তালা ভেঙ্গে সেখান থেকে টাকা নিয়ে পুনরায় ওই ভেন্টিলেটর দিয়ে বের হয়ে গেছে।
দোকান মালিক মোহন বলেন, ‘প্রতি দিনের মত রবিবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে যাই। সকালে দোকান খুলে দেখি দোকানের পূর্ব পাশের ভেন্টিলেটার ভাঙ্গা। এরপর দেখি টেবিলের ক্যাশ বাক্স ভাঙ্গা। তবে ক্যাশে তেমন কোন টাকা না থাকায় এই বিপদ থেকে রক্ষা পেয়েছি।’
খুলনা গেজেট/ এস আই