খুলনা, বাংলাদেশ | ৫ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ নভেম্বর, ২০২৪

Breaking News

  গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রক্টর নিয়োগ নিয়ে ছাত্রদের ধাওয়া-পাল্টা ধাওয়া
  ৭ দিনের জন্য আন্দোলন স্থগিত করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা
  ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  ৪০তম ব্যাচের ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত

চৌগাছার সিংহঝুলী ইউনিয়ন বিএনপির নেতৃত্বে মুজিদ-শুকুর

চৌগাছা প্রতিনিধি

ব্যাপক উৎসাহ আর উদ্দিপনার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে এবং স্বচ্চ ব্যালটে যশোরের চৌগাছা উপজেলার ৩নং সিংহঝুলী ইউনিয়ন বিএনপির নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় চৌগাছা-যশোর সড়কে দফাদার পাড়া আম্রকাননে ভোট গ্রহণ শুরু হয়ে তা বিরতীহিনভাবে বিকেল ৩টা পর্যন্ত চলে। ৪৫৯ জন ভোটারের মধ্যে ৩৬৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি আব্দুল মুজিদ, সাধারণ সম্পাদক শুকুর আলী ও সাংগঠনিক পদে মেহেদী হাসান নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন চৌগাছা উপজেলা বিএনপির দায়িত্বপাপ্ত প্রধান সমন্বয়কারী শরিফুদৌলা ছোটকু। সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমন্বয়কারী সিরাজুল ইসলাম। এছাড়া যশোর জেলা যুবদল নেতা আনোয়ার পারভেজ, যুবনেতা তুষার আহমেদ টগর, আশরাফুল ইসলাম, আশিকুর রহমান, জেলা ছাত্রনেতা নিয়াজ আহমেদ শিশির, উসমান গনি পাপ্পু, সাব্বির আহমেদ, হাবিবুর রহমান, সানজিদ হোসেন মারুফ প্রধান নির্বাচন কমিশনারকে সার্বিক ভাবে সহযোগীতা করেন। নির্বাচন শেষে শতশত দলীয় নেতাকর্মীদের সামনে ভোটের ফলাফল প্রকাশ করেন শরিফুদৌলা ছোটকু। এসময় নেতাকর্মীরা করতালির মাধ্যমে নব নির্বাচিত নেতাদের অভিবাদন জানান।

প্রধান নির্বাচন কমিশনার শরিফুদৌলা ছোটকু বলেন, সংগঠন তার উপর যে দায়িত্ব দিয়েছেন তা যথাযথ ভাবেই পালন করেছেন। স্থানীয় বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের সার্বিক সহযোগীতায় একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পেরেছি। এজন্য তিনি সংশ্লিষ্ঠ সকলকে ধন্যবাদ জানান।

এদিকে মঙ্গলবারের নির্বাচনকে ঘিরে সিংহঝুলী ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। সিংহঝুলী ইউনিয়ন বিএনপির নির্বাচনের হাওয়া যেয়ে লেগেছে উপজেলার প্রতিটি ইউনিয়নে। তাই সকাল থেকেই অন্যান্য এলাকার নেতাকর্মীরা সেখানে আসতে ভুল করেনি। নির্বাচনকে ঘিরে দলের নেতাকর্মীদের মাঝে এক ধরনের সেতু বন্ধন সৃষ্টি হয়েছে। দিনভর একে অপারের মধ্যে খোঁজখবর নেয়ার পাশাপাশি আপ্যয়ন করতেও ভুল করেনি। নির্বাচন যে একটি উৎসব তা সিংহঝুলী ইউনিয়ন বিএনপির কমিটি গঠনে ভোট গ্রহণে দেখা গেছে এমনটিই জানান সেখানে আসা দলের একাধিক নেতাকর্মী।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!