যশোরের চৌগাছা বাজারের মোহন সাইকেল ষ্টোরে এক মাসের ব্যবধানে আবারও চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর ৬টার দিকে চোরচক্র দোকানের সাটার উচু করে ভিতরে ঢুকে ক্যাশ বাক্সের তালা ভাঙ্গে। তবে ক্যাশে টাকা না থাকায় তেমন কোন ক্ষতি হয়নি। পাশের দোকানের সিসি ক্যামেরায় চুরির দৃশ্য দেখা গেলেও চোর চেনা যায়নি বলে জানান ভুক্তভোগী ব্যবসায়ি।
বাজারস্থ্ বেলা কিন্ডার স্কুলের সম্মুখ ভাগে যশোর সড়কের গাঁ ঘেষে মোহন সাইকেল ষ্টোর। দোকানটিতে গত মাসের ৭ তারিখ দিবাগত রাতে ভেন্ডিলেটর ভেঙ্গে দুঃসাহসিক চুরি হয়। মাস যেতে না যেতেই আজ শুক্রবার ভোর ৬ টায় ওই দোকানে আবারও চুরি হয়েছে। পাশের দোকানের সিসি ক্যামেরায় চুরির সকল দৃশ্যই রেকর্ড হয়েছে, তবে চোরকে চেনা যায়নি।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ভোর ৬ টা ৩ মিনিটে ৫ সদস্যের চোরচক্র মোহন সাইকেল ষ্টোরের পাশেই সন্ধানী ইলেকট্রনিক্স এর দোকানের সামনে এসে দাঁড়ায়। এরপর এক চোর সামনে ফারহানা টাওয়ারের দিকে হেটে যায়। কিছুক্ষন পর ফিরে আসে। ৬ টা ৮ মিনিটে ৩ চোর ওই ব্যবসা প্রতিষ্ঠানের সামনে যেয়ে দাঁড়ায়, বাকিরা মেইন সড়কে। তিন চোরের মধ্যে ২ জনের পরনে থাকা লুঙ্গি খুলে পুনরায় পরার জন্য দুই হাত দিয়ে মেলে ধরে। খুলে রাখা লুঙ্গির কারণে পিছনের দিক আড়াল হয়ে যায়। এই সুযোগে একজন চোর দোকানের সাটার কৌশলে উঁচু করে ভিতরে চলে যায়। ৬টা ১৩ মিনিটে চুরির কাজ শেষ করে ৫ জনই তাদের কাছে থাকা ৪টি ঝুড়ি ও ১টি বড় ব্যাগ নিয়ে মেইন বাসষ্ট্যান্ডের দিকে রওনা হয়। সংঘবদ্ধ চোরচক্রের সকলের লুঙ্গি, গায়ে গরম কাপড়, মুখে মাস্ক পরা রয়েছে।
চলতি মাসের ১১ তারিখ রাতে বাজারের শাহাজান ওয়েল্ডিং ঘর থেকে চোরেরা একটি মেশিন চুরি করে নিয়ে যায় বলে ব্যবসায়ি হাসান ইমাম সাগর জানান। চুরির ঘটনা বাজার ব্যবসায়ি সমিতি ও নৈশ প্রহরীকে তিনি অবহিত করেন কিন্তু আজও চুরি হয়ে যাওয়া ওয়েল্ডিং মেশিনের সন্ধান পাননি। থেমে থেমে চুরির ঘটনায় বাজারের সকল ব্যবসায়িদের মাঝে এক ধরনের আতংক দেখা দিয়েছে।
খুলনা গেজেট/ টি আই