যশোরের চৌগাছা পৌরসভার সাবেক দুই কাউন্সিলর এবং এক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার দুপুরে তাদেরকে নিজ নিজ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করা হয়।
পৌরসভার চার নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে শনিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে ডাকবাংলোপাড়ার নিজ বাড়ি থেকে ডিবি পুলিশ আটক করে। একই সময়ে তিন নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সোহেল রানা উজ্জলকে এবং কংশারীপুর এলাকার ব্যবসায়ী যুবলীগ নেতা টিপু সুলতানকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করা হয়।
কাউন্সিলর সিদ্দিকুর রহমানের স্ত্রী তুলি খাতুন বলেন, দুপুরে বাসা থেকে ডিবি পরিচয়ে কিছু লোক এসে তার স্বামী সিদ্দিকুর রহমানকে নিয়ে যায়। অপরদিকে তিন নম্বর ওয়ার্ডের দামোদার বটতলায় অবস্থিত অপর কাউন্সিলর সোহেল রানা উজ্জলকে ডিবি পরিচয়ে মাইক্রোবাসে উঠিয়ে নেয়া হয় বলে জানান স্থানীয়রা।
এ বিষয়ে যশোর ডিবি পুুলিশের পরিদর্শক শহিদুল ইসলাম উল্লেখিত ব্যক্তিদের আটকের তথ্য নিশ্চিত করেছেন।
খুলনা গেজেট/কেডি