সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়ানের অধিনস্থ কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প ও মাদরা সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় চার লাখ টাকার ভারতীয় মালামাল আটক করেছে বিজিবি সদস্যরা। বুধবার (২৭ নভেম্বর) সাতক্ষীরা সীমান্তে পৃথক অভিযানে এসব ভারতীয় মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদরা বিওপির একটি বিশেষ আভিযানিকদল সীমান্ত পিলার ১৩/৩-এস এর কাছে শশ্মান নামক স্থান হতে ৪ বোতল ভারতীয় মদ আটক করে।
কাকডাঙ্গা বিওপি’র একটি বিশেষ আভিযানিকদল সীমান্ত পিলার ১৩/৩-এস এর কাছে কলারোয়ার কূটিবাড়ী নামক স্থান হতে ২৫ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক সামগ্রী আটক করে। এসময় মাদরা বিওপির একটি বিশেষ আভিযানিকদল সীমান্তের শ্মশান নামক স্থান হতে ২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
এছাড়াও, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প পৃথক দুইটি অভিযানে সদরের ঝাউডাঙ্গা চেকপোষ্ট হতে বাস তল্লাশী করে ৪৪ হাজার টাকা মূল্যের ভারতীয় কম্বল আটক করে।
বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মো. আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক মালামালের দাম ৩ লাখ ৫৫ হাজার টাকা।
বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে বলে জানান তিনি।
খুলনা গেজেট/এএজে