দীর্ঘদিন ধরে চোটের সঙ্গে লড়ছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। একই কারণে ছিলেন না আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের পে¬য়ার্স ড্রাফটে। তবে স্বস্তির খবর, পায়ের ব্যথা কিছুটা কমেছে মাশরাফির। এরই মধ্যে অনুশীলন শুরু করেছেন তিনি। করোনার আগে চলতি বছরের মার্চ মাসে সর্বশেষ মাঠে নেমেছিলেন মাশরাফি। এরপর ব্যক্তিগত ও দলীয় অনুশীলনে অন্যান্য ক্রিকেটাররা ফিরলেও মাশরাফি আর ফেরেননি। ছিলেননা সদ্য সমাপ্ত বিসিবি প্রেসিডেন্টস কাপেও। সেই চোটের কারণে আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের জন্য ফিটনেস টেস্টে অংশ নিতে পারেননি মাশরাফি। ছিলেন না পে¬য়ার্স ড্রাফটেও। তবে স্বস্তির খবর, মাশরাফির চোটের অগ্রগতি হয়েছে। এরই মধ্যে অনুশীলনে ফিরেছেন তিনি। শুরু করেছেন রানিং। এরপর স্কিল ট্রেনিংও শুরু করবেন তিনি।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, টুর্নামেন্টের শেষ দিকে হয়তো খেলতে দেখা যেতে পারে মাশরাফিকে। সেক্ষেত্রে, একাধিক ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখালে লটারিতে উঠবে টাইগারদের সাবেক অধিনায়কের নাম।
দেবাশীষ জানান, ‘মাশরাফি রানিং শুরু করছে। ওর তো হাঁটতে-চলতে তেমন কোনো সমস্যা হচ্ছে না। এজন্য টুকটাক রানিংটা শুরু করছে। এরপর ধীরে ধীরে রানিং স্পিড বাড়াবে। কিছুটা ভালো অনুভব করলে বোলিং শুরু করবে। স্কিল ট্রেনিং শুরু করবে।’
খুলনা গেজেট/এএমআর