খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নতুন বাংলাদেশ নির্মাণে সবাইকে কাজ করার আহবান ফখরুলের
  কুমিল্লায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

চূড়ান্ত হলো উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপের ২৪ দল

ক্রীড়া প্রতিবেদক

ইউরোর ২০ দল আগেই চূড়ান্ত হয়েছিল। বাকি ছিল আরও চার দল। বৃহস্পতিবার প্লে-অফ জিতে অবশিষ্ট দল হিসেবে মূল পর্বে জায়গা করে নিলো স্কটল্যান্ড, হাঙ্গেরি, উত্তর মেসিডোনিয়া ও স্লোভাকিয়া।

সার্বিয়াকে পেনাল্টি শুটআউটে ৫-৪ গোলে হারিয়ে ১৯৯৬ সালের পর প্রথমবার ইউরোর টিকিট কাটলো স্কটল্যান্ড। বলকান প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে নির্ধারিত সময় শেষ হয় ১-১ গোলে। অতিরিক্ত সময়েও স্কোর ছিল একই। টাইব্রেকারে দুই দলই সমান তালে গোল করলেও পঞ্চম শটটে সার্বদের ঠেকিয়ে দেয় স্কটিশরা।

মূল পর্বে স্কটল্যান্ড পড়েছে ‘ডি’ গ্রুপে, সেখানে তাদের প্রতিপক্ষ গত বিশ্বকাপের রানার্স আপ ক্রোয়েশিয়া, ইংল্যান্ড ও চেক প্রজাতন্ত্র। প্রথম ও তৃতীয় ম্যাচে স্কটিশরা খেলবে নিজ শহরে- গ্লাসগোর হ্যাম্পডেন পার্কে।

এদিকে জর্জিয়াকে ১-০ গোলে হারিয়ে প্রথমবার কোনও বৈশ্বিক টুর্নামেন্টে জায়গা করে নিয়েছে উত্তর মেসিডোনিয়া। দেশের শীর্ষ গোলদাতা গোরান পানদেভ ৫৬ মিনিটে করেন একমাত্র গোল। ‘সি’ গ্রুপে তারা খেলবে নেদারল্যান্ডস, ইউক্রেন ও অস্ট্রিয়ার বিপক্ষে।

আইসল্যান্ডের স্বপ্ন গুঁড়িয়ে ২-১ গোলের রোমাঞ্চকর জয়ে ইউরো নিশ্চিত করেছে হাঙ্গেরি। ৮৮ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল আইসল্যান্ড। লুইস নেগো ফেরান সমতা। যোগ করা সময়ে ডোমিনিক সোবোসলাইয়ের গোলে অবিশ্বাস্য জয় পায় হাঙ্গেরি। তারা পড়েছে এবারের ইউরোর মৃত্যুকূপ ‘এফ’ গ্রুপে- রয়েছে গত আসরের চ্যাম্পিয়ন পর্তুগাল, রানার্স আপ ফ্রান্স ও চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। হাঙ্গেরি তাদের তিন ম্যাচের দুটিই খেলবে ঘরের মাঠ বুদাপেস্টের পুসকাস এরেনায়।

নর্দার্ন আয়ারল্যান্ডকে হটিয়ে ইউরোর টিকিট কাটা আরেক দল স্লোভাকিয়া। জুরাজ কুচকার প্রথমার্ধের গোলে তারা এগিয়ে যাওয়ার পর আইরিশদের আত্মঘাতী গোল উপহার দেয়। ম্যাচ অতিরিক্ত সময়ে গেলে মাইকেল দুরিসের গোলে স্লোভাকরা জেতে ২-১ এ। ‘ই’ গ্রুপে পড়েছে স্লোভাকিয়া। যেখানে তাদের প্রতিপক্ষ ২০০৮ ও ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেন, সঙ্গে রয়েছে সুইডেন ও পোল্যান্ড।

এই বছরের ১২ জুন থেকে হওয়ার কথা ছিল ইউরোর এই আসর। কিন্তু করোনা মহামারির কারণে মার্চে তা পিছিয়ে দেওয়া হয় এক বছরের জন্য। ২০২১ সালের ১১ জুন ১২টি দেশের ১২টি শহরে হবে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের লড়াই। গ্লাসগো, বুদাপেস্ট, লন্ডন, বিলবাও, মিউনিখ, বাকু, রোম, কোপেনহেগেন, ডাবলিন, আমস্টারডাম, বুখারেস্ট ও সেন্ট পিটার্সবার্গে হবে এই প্রতিযোগিতা।

এক নজরে ইউরোর গ্রুপ

গ্রুপ ‘এ’: তুরস্ক, ইতালি, ওয়েলস, সুইজারল্যান্ড
গ্রুপ ‘বি’: ডেনমার্ক, ফিনল্যান্ড, বেলজিয়াম, রাশিয়া
গ্রুপ ‘সি’: নেদারল্যান্ডস, ইউক্রেন, অস্ট্রিয়া, উত্তর মেসিডোনিয়া
গ্রুপ ‘ডি’: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, স্কটল্যান্ড, চেক প্রজাতন্ত্র
গ্রুপ ‘ই’: স্পেন, সুইডেন, পোল্যান্ড, স্লোভাকিয়া
গ্রুপ ‘এফ’: হাঙ্গেরি, পর্তুগাল, ফ্রান্স, জার্মানি

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!