চুয়াডাঙ্গার দর্শনা থানা এলাকায় র্যাবের একাধিক অভিযানে ৭৫ বোতল ফেন্সিডিল ও দুই কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। এসব ঘটনায় সোমবার (১৪ সেপ্টেম্বর) দর্শনা থানায় মামলা হয়েছে।
র্যাব-৬ সূত্র জানিয়েছেন, চুয়াডাঙ্গার দর্শনা থানা সিএন্ডবি পাড়ার অঙ্কুর এগ্রো মেশিনারীজের সামনে থেকে ৭৫ বোতল ফেন্সিডিলসহ মাদক বিক্রেতা মোঃ ইমদাদুল হক(৪৫) কে গ্রেপ্তার করা হয়। সে দর্শনার কুড়ুলগাছি পশ্চিমপাড়ার বাসিন্দা মৃত কিয়ামত আলীর ছেলে।
অন্যদিকে, দর্শনা থানাধীন মেসার্স দর্শনা ফিলিং ষ্টেশন সংলগ্ন বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের সামনে থেকে দুই কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা মোঃ আবুল কালাম (৪৯) কে গ্রেপ্তার করা হয়। সে দর্শনার রামনগর পশ্চিমপাড়ার বাসিন্দা আব্দুল নতিবের ছেলে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদ্বয়কে দর্শনা থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
খুলনা গেজেট/এআইএন