চুয়াডাঙ্গায় কাপড়ের দোকানে দর-কষাকষি নিয়ে বাকবিতণ্ডার জেরে ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা রাতে চুয়াডাঙ্গার ভালাইপুর বাজারের আশরাফুল গার্মেন্টস এন্ড বস্ত্রালয়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মামুন (৩০) ও সজল (৩২)।
জানা গেছে, আশরাফুল গার্মেন্টস এন্ড বস্ত্রালয়ে কাপড় কিনতে যান একই এলাকার ছামেনা খাতুন (৫৫) নামের এক নারী। কাপড়ের দাম নিয়ে দর কষাকষির একপর্যায়ে ওই নারীকে দোকান থেকে জোর করে বের করে দেয় কর্মচারীরা। ওই নারী বাড়িতে গিয়ে ছেলে টিপুকে ঘটনা জানান। রাত সাড়ে ৮টার দিকে টিপু তার বন্ধু মামুন ও সজলকে নিয়ে আশরাফুলের দোকানে এসে বাগবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে দোকানের কর্মচারী আকাশ, সানোয়ার, শান্তি ও জাহাঙ্গীর তাদের ওপর ছুরি নিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। এসময় ছুরিকাঘাতে টিপুর বন্ধু কয়রাডাঙ্গা গ্রামের আজিজুল ইসলামের ছেলে মামুন (৩০) ও আমজাদ হোসেনের ছেলে সজল (৩২) মারাত্মক জখম হন। গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে ডাক্তার দুজনকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্মরত চিকিৎসক হাসানুর রহমান বলেন, সজলের পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করায় তার নাড়িভুঁড়ি বের হয়ে যায়। অন্যদিকে ছুরির আঘাতে মুখে ও ফুসফুসে আঘাতপ্রাপ্ত হয়ে মামুন মারা যায়।
রাতেই চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন সহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। দোকানে ক্রয় বিক্রয় ও ফিরিয়ে দেয়া নিয়ে কর্মচারীর কটূক্তির কারণে ওই নারী বাড়ি গিয়ে তার ছেলেকে জানায়। পরে ওই নারীর ছেলে ও তার বন্ধুরা কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে যেতে চাইলে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আটকের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।
খুলনা গেজেট/এনএম