খুলনা, বাংলাদেশ | ৩০ পৌষ, ১৪৩১ | ১৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর
  নির্বাচন যত বিলম্ব হচ্ছে তত রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে, ভ্যাট বৃদ্ধি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে : মির্জা ফখরুল

চুকনগরে নিষিদ্ধ পলিথিন উদ্ধার, জরিমানা আদায়

চুকনগর প্রতিনিধি

ডুমুরিয়ার চুকনগরে র‌্যাবের অভিযানে অবৈধ পলিথিন উদ্ধার ও ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব-৬ এর খুলনার সিনিয়র এ এস পি মাহাবুবুল আলম জানান, র‌্যাব-৬ এর নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার দুপুর ১২টার দিকে এই অভিযান পরিচালিত হয়। র‌্যাব-৬ এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাদির শাহ নাদিমের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালিত হয়।

জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে চুকনগর শহরের বটতলা এলাকায় জনৈক দুলাল সরকারের ভাড়াটিয়া শম্ভু সাধুর গুদাম থেকে নিষিদ্ধ ঘোষিত (৫৫ মাইক্রোনের কম পুরুত্ব সম্পন্ন) পলিথিন ২৮০ কেজি পলিথিন উদ্ধার করা হয়। এ সময় বাংলাদেশ পরিবেশ আইন/১৯৯৫ (সংশোধিত)২০১০ এর ৬/ক ধারা অনুযায়ী শম্ভু সাধুকে ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া অপর এক অভিযানে স্থানীয় একটি ফিলিং ষ্টেশনে জ্বালানী তেল পরিমাপে কম দেয়ায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন র‌্যাব-৬ এর খুলনার সিনিয়র এএসপি মাহাবুবুল আলম এবং বিএসটিআই খুলনার পরিদর্শক মোঃ মঈনুদ্দিনসহ র‌্যাব-৬ এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!