পাকবাহিনীর হাতে নিহত শহীদদের সঠিক তালিকা প্রনায়ণের লক্ষে ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার আমরা একাত্তরের উদ্যোগে এবং চুকনগর গণহত্যা ৭১ স্মতিরক্ষা পরিষদ উত্তরণ ও উলশির সহযোগিতায় চুকনগর ডিগ্রী কলেজের জেনোসাইড অডিটোরিয়ামে এ কর্মশালার উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন, আমরা একাত্তরের প্রধান সমন্বয়ক মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার হেলাল ফয়েজি।
গনহত্যা ৭১ স্মৃতিরক্ষা পরিষদের সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন আমরা একাত্তরের প্রধান প্রশিক্ষক ও গবেষক সালমা সোনিয়া, মাহফুজা জেসমিন , নিতাই গাইন , লুৎফার রহমান , অনুপম জামান , মহেন সেন , মুক্তিযোদ্ধা শেখ আবুল কালাম মহিউদ্দিন , অধ্যক্ষ মনিরুল ইসলাম ব্রাউন , কবি ইব্রাহিম রেজা প্রমুখ।
খুলনা গেজেট/ এসজেড