খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  অ্যান্টিগা টেস্ট: ৪৫০ রানে ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের, দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ৪০/২

চিতলমারীর মোহনের খাল ও ডুমুরিয়ার ভাঙ্গারী খাল পরিদর্শনে লিসেল ফিশার

গেজেট ডেস্ক

রাজকীয় নেদারল্যান্ড দূতাবাসের আর্থিক সহায়তায় সফল ফর সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সলিডারিডাড নেট এশিয়া ও সহযোগী বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা উত্তরণ এর উদ্যোগে চলতি মৌসুমে দড়িউমাজুড়ি গ্রামে ২০২৬ মিটার দৈর্ঘ্যরে মোহনের খাল পুনঃখনন করা হয়। ক্লাইমেট স্মার্ট কৃষি ও পানি সাশ্রয়ী প্রযুক্তি অনুসরণ করে কৃষি ও মৎস্য সম্পদ উন্নয়নের জন্য খালটি স্থানীয় পানি ব্যবহারকারী দলের সদস্যদের অংশগ্রহণে পুনঃখনন করা হয়েছে। ১২ টি দলের ১১২২ কৃষক পরিবার সরাসরি খালটি হতে উপকৃত হবেন বলে প্রকল্প অফিসার কৃষিবিদ মোঃ মোস্তাফিজুর রহমান জানান।

রাজকীয় নেদারল্যান্ড সরকারের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র পলিসি অফিসার বাংলাদেশ, ভুটান ও মালদীপের দায়িত্বে নিয়োজিত লিসেল ফিশার, প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট কোচ নাদিয়া ভ্যানদে উইম ও তার সফরসঙ্গীসহ পুনঃখননকৃত খালটি সরেজমিনে পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সিফাত আল মারুফ, সলিডারিডাড- আইডব্লিউআরএম প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার কৃষিবিদ ইন্দু ভুষন রায়, খুলনা অফিসের প্রোগ্রাম ম্যানেজার কৃষিবিদ মোস্তফা নুরুল ইসলাম, যশোরের কৃষিবিদ ড. নাজমুন্নাহার, সিনিয়র প্রোগ্রাম অফিসার কৃষিবিদ ড. এস এম ফেরদৌস, সহযোগী এনজিও উত্তরণের কৃষিবিদ মোঃ ইকবাল হোসেন, উপজেলা ক্লাস্টার অফিসার তন্দ্রা মন্ডল প্রমুখ।

সরেজমিনে খাল পরিদর্শনের পর স্থানীয় পানি ব্যবহারকারী দলের সদস্যদের সাথে লিসেল ও নাদিয়া মতবিনিময় করেন। এসময় মুকুন্দ মন্ডল, ইন্দ্রানী বাড়ৈ, বৈশাখী বসু ও ভারতী হীরা খালটি খননের আগে ও পরে এলাকার কৃষি ও মৎস্য সম্পদের সমস্যা ও সম্ভাবনার বিষয়াদি বর্ণনা করেন।

একই দিবসের বিকেলে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার খলশী ইউনিয়নে সলিডারিডাড এর উদ্যোগে ২০২৩ সালে পুনঃখননকৃত ভাঙ্গারী খাল পরিদর্শন কালে লিসেল ফিশার ও নাদিয়াকে ভাঙ্গারী খাল খননের পূর্বের ও পরের অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন পানি ব্যবহারকারী দলের সদস্য পাপিয়া, সলিডারিডাড এর প্রকল্প অফিসার ধীমান গাইন ও ওয়াটার ক্লাস্টার অফিসার শুক্লা মন্ডল।

পরে ডুমুরিয়ার শরাফপুর ইউনিয়নের বৃত্তি ভুলবাড়িয়া গ্রামের ওয়াটারশেড কমিটির আয়োজনে ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম আশীস মোমতাজ। বক্তব্য দেন ডুুমুরিয়ার কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ হামিদুল ইসলাম।

আলোচনা সভার পরে কাইনমারা মাইক্রো-ওয়াটারশেড পুনঃখনন উদ্বোধন করেন এস এম আশীস মোমতাজ। এসময় সলিডারিডাড এর তৈয়বুর রহমান, উত্তরণের ট্রেনিং অফিসার কৃষিবিদ নাবিলা আজহার, ওয়াটার ক্লাস্টার ফ্যাসিলিটেটর পলাশ, ইমরান, রাজীব, কামরুল, অর্পনা প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বৃহত্তর খুলনা, যশোর ও নড়াইলের ১২ টি উপজেলায় মোট ৮০টি খাল পুনরুদ্ধারসহ পুনঃখনন করার পরিকল্পনা আছে বলে সলিডারিডাড এর কাছ থেকে জানা যায়।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!