খুলনা, বাংলাদেশ | ১৫ পৌষ, ১৪৩১ | ৩০ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল এক লাখ ১ হাজার
  জামালপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে তিন ভাইয়ের মৃত্যু
  সচিবালয়ে আগুনের তদন্ত চলমান থাকায় মানুষের চলাচল সীমিত করা হয়েছে, আলামত যেন নষ্ট না হয়, ক্রাইম সীন রক্ষায় এমন সিদ্ধান্ত : প্রেস সচিব
  শেরপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৬

চিতলমারীতে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, পাঁচজনকে অর্থদন্ড

চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে যানজট নিরসনে ও সরকারি নির্দেশ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছেন। এ সময় দুই ভ্যানচালক ও তিন ব্যবসায়ীসহ ৫ জনকে ভ্রাম্যমান আদালত অর্থদন্ড দিয়েছেন।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলা সদর বাজারে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইয়েদা ফয়জুন্নেছা এ অর্থদন্ডাদেশ দেন। এ সময় ৫ টি মামলার মাধ্যমে মোট ১৫ হাজার ৪০০ টাকা আদায় করা হয়। সেই সাথে তাদেরকে সরকারি আদেশ মানার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইয়েদা ফয়জুন্নেছা বলেন, ‘মঙ্গলবার দুপুরে চিতলমারী সদর বাজারে যানজট নিরাসনসহ বিভিন্ন কারণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছি। এ সময় সরকারী বিধি নিষেধ অমান্য করায় দুই ভ্যানচালক ও তিন ব্যবসায়ীসহ ৫ জনকে ১৫ হাজার ৪০০ টাকা অর্থদন্ড দিয়েছি। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।’

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!