খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  উড্ডয়ন করেছে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
  রাজধানীতে পঙ্গু হাসপাতালে আগুন
  গুম ও জুলাই গণহত্যায় জড়িত ৯৭ জনের পাসপোর্ট বাতিল
  ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ভারতে আছেন শেখ হাসিনা, ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং

চিতলমারীতে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের চিতলমারীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠছে উপজেলা সদর।

মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের রমদা, হকিস্টিকসহ লাঠিসোটা নিয়ে বিভিন্ন সড়কে মহড়া দিতে দেখা গেছে।

বিভিন্ন স্থানে আওয়ামী লীগ সমর্থিতদের হামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের অন্তত ১৫জন আহত হওয়ার দাবি করেছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আহসান হাবিব ঠান্ডা।

তিনি বলেন, জ্বালানী তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যের উর্ধ্বগতি, ভোলায় ছাত্রদল সভাপতিসহ দুইজন খুন ও নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলার প্রতিবাদে মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আমাদের সমাবেশ হওয়ার কথা ছিল। এই সমাবেশ বানচাল করতে দুই-তিনদিন ধরে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের হুমকি-ধামকি ও মারধর করে আসছে।

গতকাল সোমবার (২৯ আগস্ট) রাতেও বিভিন্ন গ্রামে মহড়া দিয়েছে। সমাবেশ বানচাল করতে তারা সকাল থেকে হকস্টিক, রামদাসহ লাঠিসোটা নিয়ে উপজেলা সদরে মহড়া দিচ্ছেন। মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে সাবেক ছাত্রদল নেতা শফিকুল ইসলাম বাবুকে মারধর ও তার মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে যুবলীগের নেতাকর্মীরা।

এছাড়াও শাসক দলের হামলায় কৃষকদল নেতা শেখ মোহাম্মাদ আালী, যুবদল নেতা কামাল বিশ্বাস, বিএনপি নেতা মনিরুল ইসলাম মনিসহ আমাদের ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। আমরা এই ন্যাক্কার জনক হামলার নিন্দা ও প্রতিবাদ জানাই।

চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান বলেন, বিএনপির কোন নেতাকর্মীর উপরে আওয়ামী লীগের লোকজন কোন হামলা করেনি। বিএনপির সব অভিযোগ মিথ্যা।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, শুনেছি যুবলীগের মিছিলের মধ্যে প্রবেশ করে মোটরসাইকেল ফেলে চলে গেছে এক ব্যক্তি। এছাড়া তেমন কোন হামলার ঘটনা শুনিনি আমরা।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!