মোবাইল আসক্তি থেকে কিছু সময় হলেও দুরে রাখার জন্য বইয়ের পাঠক ও লেখক সৃষ্টির ব্যতিক্রম উদ্যোগ এগিয়ে চলেছে। শুভসংঘ ও শ্রাবণ প্রকাশনীর যৌথ এই উদ্যোগ চলছে বাগেরহাটের চিতলমারী উপজেলার কলেজ, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে। এই কাজের ধারাবহিকতায় রবিবার (০৪ সেপ্টেম্বর) দুপুর ৩ টায় সুরশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ছড়া, কবিতা, গল্প, প্রবন্ধ রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
‘শোক থেকে শক্তি- বই হোক নিত্যসঙ্গী’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শোকাবহ আগস্ট স্মরণে শিক্ষার্থীরা তাঁদের অনুভ‚তি লেখার মাধ্যমে প্রকাশ করে। এই প্রতিযোগিতা বিজয়ী হয়ে পুরস্কার পেয়েছে- সেরা ছড়া প্রথম শ্রেণির ছাত্রী সামিরা সুলতানা ছোঁয়া, সেরা কবিতা দ্বিতীয় শ্রেণির ছাত্র ইয়াছিন আরাফাত, সেরা প্রবন্ধ দ্বিতীয় শ্রেণির ছাত্র স্œিগ্ধ শ্রেয়ার বিশ^াস, চতুর্থ শ্রেণির ছাত্রী মনিয়ারা আক্তার এবং পঞ্চম শ্রেণির ছাত্র সকাল দিব্য।
এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা পরিষদের সদস্য, সাবেক চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সুরশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় এসএমসির সাবেক সভাপতি আলহাজ¦ মোহন আলী বিশ^াস। সুরশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণী রানী বাড়ৈয়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাহিত্যিক দেবকী মল্লিক, লেখক ও কালের কন্ঠ প্রতিনিধি কপিল ঘোষ প্রমূখ। অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।