‘নারী ধর্ষণ ও নির্যাতন বন্ধ করি, নারী বান্ধব দেশ গড়ি’ এই শ্লোগনকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার ৭টি ইউনিয়নে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নারী-পুরুষসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন। চিতলমারী থানা পুলিশের দু’টি টিম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে এ সমাবেশ গুলো প্রাণচাঞ্চল্য করে তোলেন।
সকাল ৯টায় চিতলমারী উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদ চত্বরে চেয়ারম্যান মোঃ ওহিদুজ্জামান কাকা মিয়ার সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় হিজলা ইউনিয়ন পরিষদ চত্বরে চেয়ারম্যান কাজী আজমির আলীর সভাপতিত্বে সমাবেশ হয়। বেলা ১২টায় বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে বড়বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার মাসুদের সভাপতিত্বে সমাবেশ হয়। দুপুর ২টায় কাননচক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কলাতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ বাদশ শেখের সভাপতিত্বে সমাবেশ হয়।
এ সকল সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হক। শিবপুর ইউনিয়নের সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না।
এছাড়া চিতলমারী সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে বারশিয়া বাজারে সকাল সাড়ে ৯টায় সমাবেশ হয়। সকাল ১১টায় চরবানিয়ারী ইউনিয়নের পরিষদ চত্বরে চেয়ারম্যান অর্চনা রাণী বড়ালের সভাপতিত্বে সমাবেশ হয়। বেলা ১২টায় সন্তোষপুর ইউনিয়নের কালিগঞ্জ বাজারে বাজার ব্যবস্থপনা কমিটির সভাপতির সভাপতিত্বে সমাবেশ হয়। এ সকল সমাবেশে চিতলমারী থানা ওসি (তদন্ত) মোঃ ইকরাম হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/কেএম