বাগেরহাটের চিতলমারীতে আব্দুস সবুর হাওলাদারকে (৫৫) মারপিট করা হয়েছে । সোমবার (২১ এপ্রিল) সকাল ১১ টার দিকে সদর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান নিজাম উদ্দিনের বারাশিয়া গ্রামের বাড়ির উঠানে তিনি এ হামলার শিকার হন। প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত আব্দুস সবুর হাওলাদার ওই গ্রামের মৃত মোসলেম হাওলাদারের ছেলে ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চিতলমারী উপজেলা শাখার সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সভাপতি।
আহত আব্দুস সবুর হাওলাদার হাসপাতালের বেডে শুয়ে সাংবাদিকদের বলেন, আত্মীয়তার সুবাদে সকালে চিতলমারী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন শেখের বাড়িতে গেলে তাঁর ভাইপো তরিকুল শেখ, মফিজুল শেখ ও হাফিজুল শেখ পিটিয়ে আমাকে গুরুতর আহত করেছে।
তরিকুল শেখ বলেন, সকালে আব্দুস সবুর হাওলাদার আমাদের বাড়িতে আসেন। একটি বিষয় নিয়ে তিনি উচ্চস্বরে বকাবকি শুরু করেন। তাঁকে নিষেধ করায় মারামারি হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চিতলমারী উপজেলা শাখার আমির মাওলানা গাজী মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা আহতর খোঁজ-খবর নিয়েছি। আমরা এ ঘটনার সুষ্ঠ বিচার দাবি করি।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন বলেন, খবর পেয়ে আহতকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।
খুলনা গেজেট/এএজে