খুলনা, বাংলাদেশ | ৯ পৌষ, ১৪৩১ | ২৪ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  বিজিবির সাবেক মহাপরিচালক মইনুল ইসলাম বিমানবন্দরে আটক; স্ত্রী সহ কানাডার উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি
  ব্যক্তিগত আয়কর দেয়ার সময় বাড়লো ৩১ জানুয়ারি পর্যন্ত কোম্পানির ক্ষেত্রে ১৫ ফেব্রুয়ারি : এনবিআর

চিতলমারীতে গ্রীল কেটে দুধর্ষ চুরি

চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারী উপজেলার দূর্গাপুর গ্রামে জানালার গ্রীল কেটে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। শনিবার (২৬ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

গৃহকর্তা শ্যামল সিংহ জানান, প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতের খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। শনিবার রাত ৩ টার দিকে ৪-৫ জনের এক দল চোর ঘরের জানালা কেটে ঘরে প্রবেশ করে তাঁদের হাত-পা বেধে ফেলে। এ সময় চোরেরা ঘরে থাকা ৩ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ সাড়ে ৯ হাজার টাকা নেয়। পরে তাঁদের ডাক-চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে চোরেরা পালিয়ে যায়।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরি যাওয়া টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধারে পুলিশ কাজ করছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!