খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  সাবেক প্রধান বিচারপতির মৃত্যুতে আজ সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ
  সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ আজ
  অ্যান্টিগা টেস্ট: ৪৫০ রানে ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের, দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ৪০/২

চিতলমারীতে করোনায় কর্মহীনদের মধ্যে নগদ অর্থ প্রদান

চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নে করোনায় কর্মহীন ৪৭৮ জন ভ্যান চালক ও চা দোকানিকে নগদ অর্থ প্রদান করা হয়েছে। রবিবার (১১ জুলাই) সকাল ১১ টায় বড়বাড়িয়া ইউনিয়ন পরিষদ চত্বরে জন প্রতি ৫০০ টাকা বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বড়বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদ সরদার, বিআরডিবির সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মারুফ হোসেন, ইউনিয়ন পরিষদ সচিব রতন কুমার বালা ও ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ কায়েম আলী শেখ।

চিতলমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) অপূর্ব দাস জানান, ত্রাণ ও দূর্যোগ মন্ত্রনালয় থেকে এ উপজেলার ৭ টি ইউনিয়নে মোট ৩৮ লাখ ২৫ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এরমধ্যে বড়বাড়িয়া ইউনিয়নে ৬ লাখ ১৪ হাজার, কলাতলা ইউনিয়নে ৫ লাখ ৬০ হাজার, হিজলা ইউনিয়নে ৫ লাখ ৩৩ হাজার, শিবপুর ইউনিয়নে ৪ লাখ ৮৫ হাজার, চিতলমারী সদর ইউনিয়নে ৬ লাখ ১৮ হাজার, চরবানিয়ারী ইউনিয়নে ৫ লাখ ৪ হাজার ও সন্তোষপুর ইউনিয়নে ৫ লাখ ১১ হাজার টাকা বরাদ্দ। ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত পরিবার ও করোনায় কর্মহীন মানুষেরা এ নগদ অর্থ সহয়তা পাবেন। এতে প্রায় ৭ হাজার ৬৫০টি পরিবার উপকৃত হবে।

চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিটন আলী জানান, লকডাউনে কর্মহীনদের জন্য সরকার নগদ অর্থের ব্যবস্থা করেছেন। পর্যায়ক্রমে সুবিধা বঞ্চিতরা এ সাহায্য পাবেন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!