খুলনা, বাংলাদেশ | ১৪ আশ্বিন, ১৪৩১ | ২৯ সেপ্টেম্বর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৬০
  হেজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ নিহত, নিশ্চিত করেছে সশস্ত্র গোষ্ঠীটি
  ছাত্র আন্দোলনে ১৫৮১ জন নিহত হয়েছেন : স্বাস্থ্য বিষয়ক উপ কমিটি

চিতলমারীতে অবৈধভাবে বালু উত্তোলনে ক্ষুব্ধ এলাকাবাসি

চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে একটি চক্র অবৈধ ভাবে বালু উত্তোলনের জন্য পাকা সড়কের পাশে ড্রেজার মেশিন বসিয়েছে। এ ঘটনায় নালুয়া-বড়গুনি সড়কের মত ভাঙনের আশঙ্কায় এলাকাবাসি ক্ষুব্ধ হয়ে উঠেছে। এলাকাবাসি বালু উত্তোলন বন্ধের দাবীতে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কছে লিখিত আবেদন করেছে।

আবেদনপত্র ও গ্রামবাসি সূত্রে জানা গেছে, উপজেলার চরবানিয়ারী বাওয়ালীপাড়া পাকা সড়কের পাশে গরীবপুর গ্রামের সুবোধ মন্ডলের ছেলে মিলন মন্ডল ও মাখন মন্ডলের ছেলে ডাব্লু মন্ডল অবৈধ ভাবে বালু উত্তোলনের জন্য আত্মঘাতী ড্রেজার মেশিন বসিয়েছে। তারা বালু উত্তোলন করে চরবানিয়ারী মুসলিমপাড়া গ্রামের মোঃ খলিল সরদার ও মোঃ আইয়ুব আলী হাওলাদারের কাছে বিক্রি করবে। এভাবে বালু উত্তোলন করলে সরকারি রাস্তা নদীগর্ভে ধ্বসে পড়বে। যা নালুয়া-বড়গুনি রাস্তার চেয়ে ভয়াবহ রূপ নেবে।

এ ব্যাপারে চরবানিয়ারী বাওয়ালীপাড়া গ্রামের বিধান বিশ্বাস ও নিত্যানন্দ বাওয়ালীসহ অনেকে জানান, মিলন মন্ডল ও ডাব্লু মন্ডলকে আমরা নিষেধ করেছি। তারা উল্টো আমাদের মারধর করতে তেড়ে আসে। এ ঘটনায় নালুয়া-বড়গুনি সড়কের মত ভাঙনের আশঙ্কায় এলাকাবাসি ক্ষুব্ধ হয়ে উঠেছে।

বালু ক্রেতা মোঃ খলিল সরদার ও মোঃ আইয়ুব আলী হাওলাদার বলেন, আমরা টাকা দিয়ে বালু কিনব। অবৈধ কিনা জানিনা।

মিলন মন্ডল ও ডাব্লু মন্ডল বলেন, বালু উত্তোলনের জন্য আমরা সরকারি নদীতে মেশিন বসিয়েছি। এতে-তো কারো সমস্যার কথা না।

তবে চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন আলী সাংবাদিকদের বলেন, অভিযোগ পত্রটি এখনও হাতে পাইনি। এরকম হলে অবশ্যই অবৈধ বালু উত্তোলন বন্ধ করা হবে।

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!