সাবেক প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, সরকার জনগনের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে উপজেলা পর্যায়ের হাসপাতাল গুলোতে প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগসহ সবধরনের সুযোগ সুবিধা দিয়েছে। সরকার প্রদত্ত সকল ব্যবস্থার সঠিক ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা দিয়ে যেতে হবে। স্বাস্থ্য সেবার ক্ষেত্রে কোন প্রকার অবহেলা নয়, চিকিৎসকদের প্রকৃত সেবক হয়ে সাধারণ মানুষদের আস্থা অর্জন করতে হবে।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটরিয়ামে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তৃতা এ কথা বলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জেসমিন আরার সভাপতিত্বে সমন্বয় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাজী জাফর উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস মৃনাল হাজরা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) মোঃ শাহাদাৎ হোসেন, ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হাসিবুর রহমান, ডাঃ উত্তম কুমার দেওয়ান, এমওডিসি ডাঃ তানভীর হাসান, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, বণিক নেতা রবীন বসু, কোরবান আলী, হাফেজ আশরাফ আলী প্রমুখ। সভায় প্রধান অতিথি নারায়ণ চন্দ্র চন্দ পরিসংখ্যান কার্যক্রমে জাতীয় পুরস্কার পাওয়ায় কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডারদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন। পরে তিনি ডক্টরস রুমের বেহাল দশা সরেজমিনে প্রত্যক্ষ শেষে আশু সংস্কারে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
খুলনা গেজেট/ টি আই