খুলনা, বাংলাদেশ | ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  লন্ডনে চিকিৎসা শেষে সোমবার দেশে ফিরছেন খালেদা জিয়া
  দেশের স্বার্থে সব রাজনৈতিক দলের অবস্থান এক হওয়া উচিত : তারেক রহমান

চিংড়িতে অপদ্রব্য পুশ, সাতক্ষীরায় ১০ জনকে জেল-জরিমানা

নিজস্ব প্রতিবেদক

চিংড়িতে অপদ্রব্য পুশ করার অভিযোগে একজনকে ২৫ হাজার টাকা জরিমানা ও ৯ জনকে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সাতক্ষীরার দেবহাটা ‍উপজেলার পারুলিয়া বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।

জরিমানা প্রদান করা ব্যক্তি হল, বাবু বিশ্বাস। সাজাপ্রাপ্ত আসামিরা হল, নূর জাহান, মনোয়ারা বেগম, তাহমিনা খাতুন, আছিয়া বেগম, নূর নাহার, মমতাজ, বুলি দাস ও হাসিনা শেখ।

র‌্যাব ৬ এর পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, পারুলিয়া বাজারে কতিপয় ব্যবসায়ী চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব ৬ সাতক্ষীরা ক্যাম্পের অভিযানিক দল সেখানে অভিযান চালায়। মাছে অপদ্রব্য পুশ করার অভিযোগে ১০ জনকে আটক করা হয়। তাদের মধ্যে মো: বাবু বিশ্বাসকে ২৫ হাজার টাকা জরিমানা ও বাকী ৯ জনকে ৩ দিনের বিনাশ্রম করাদন্ড প্রদান করা হয়। উদ্ধার হওয়া আলামত নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধবংস করা হয়।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!