খুলনা, বাংলাদেশ | ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  পাবনার ঈশ্বরদীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫
  কে‌সি‌সির অব্যহতিপ্রাপ্ত প্যানেল মেয়র-৩ সংরক্ষিত ৫ নম্বর আসনের সাবেক কাউন্সিলর এ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনু গ্রেপ্তার

চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ৪ ব্যবসায়ীকে জরিমানা

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় চিংড়িতে অপদ্রব্য পুশ করায় অপরাধে ৪ ব্যবসায়ীকে ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হকের নেতৃত্বে মঙ্গলবার সকালে উপজেলার তালতলা ও গোয়াল বাথান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় ১৫ কেজি চিংড়ি জব্দ করা হয়েছে এবং জব্দকৃত চিংড়ি বিভিন্ন এতিমখানায় বিতরণ ও পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, ওসি (তদন্ত) স্বপন রায়, কপিলমুনি ফাঁড়ি ইনচার্জ দেবাশীষ দাশ, সহকারী মৎস্য অফিসার এসএম শহিদুল্লাহ, ক্ষেত্র সহকারী রণধীর সরকার ও পেশকার প্রতুল জোয়াদ্দার এ সময় উপস্থিত ছিলেন।

পাইকগাছায় চিংড়িতে অপদ্রব্য পুশ বন্ধ করতে প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রেখেছে। এ সব অভিযানে গত এক মাসের ব্যবধানে বিপুল পরিমাণ পুশকৃত চিংড়ি জব্দ করে তা বিনষ্ট করেছে ভ্রাম্যমান আদালত। একই সাথে অর্থদন্ড করা হয়েছে বেশ কয়েকজন ব্যবসায়ীকে।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!