জ্বালানি সংকটে টানা ২০ দিন বন্ধ থাকার পর চালু হয়েছে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র। আজ রোববার ( ২৫ জুন ) সকালে ৬৬০ মেগাওয়াট উৎপাদনে সক্ষম একটি ইউনিট চালু করা হয়। বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, অফার ইউনিটটিও শিগগির চালু হবে।
ডলার সংকটের কারণে কয়লা আমদানি সম্ভব না হওয়ায় গত ২৫ মে বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। এরপর দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ৫ জুন বন্ধ হয়। নতুন করে কয়লা আমদানির জন্য ১০০ মিলিয়ন ডলারের এলসি খোলা হয়। ২৩ জুন মধ্যরাতে ইন্দোনেশিয়া থেকে ৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা নিয়ে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ এমভি অ্যাথেনা বৃহস্পতিবার বাংলাদেশ জলসীমায় নোঙ্গর করে।
পায়রা বন্দরের উপপরিচালক (ট্রাফিক) আজিজুর রহমান জানান, বৃহস্পতিবার রাত ৩টায় মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এমভি অ্যাথেনা নামে একটি মাদার ভ্যাসেল প্রায় ৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা নিয়ে বন্দরের ইনার অ্যাংকরেজে এসে পৌঁছায়। শুক্রবার বিকেলে জাহাজটিকে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব জেটিতে নিয়ে আসা হয়। এরপর সন্ধ্যার আগেই শুরু হয় জাহাজ থেকে কয়লা খালাস।
খুলনা গেজেট/এসজেড