খুলনা, বাংলাদেশ | ২২ আশ্বিন, ১৪৩১ | ৭ অক্টোবর, ২০২৪

Breaking News

  সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে গ্রেপ্তার

চালনা পৌর নির্বাচন : সকল মনোনয়নপত্র বৈধ ঘোষণা

দাকোপ প্রতিনিধি

খুলনা জেলার চালনা পৌরসভা আসন্ন সাধারন নির্বাচনে বৃহস্পতিবার মনোনয়ন পত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। এদিনে প্রার্থীরা অধীর আগ্রহে উপজেলা অডিটোরিয়ামে প্রস্তাবক-সমর্থক ও নেতাকর্মী নিয়ে হাজির হয়। জেলা ও উপজেলা নির্বাচন অফিসার প্রার্থীদের মনোনয়ন পত্র পুঙ্খানু-পুঙ্খ ভাবে যাচাই-বাছাই করে সকলের মনোনয়ন পত্র বৈধ বলে অনুমোদন করেন।

চালনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ জন, মহিলা কাউন্সিলর পদে ১০ জন এবং পুরুষ কাউন্সিলর পদে ২৯ জন মনোনয়ন পত্র দাখিল করেছিলেন।

দাকোপ উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী ২৮ ডিসেম্বর খুলনা জেলার চালনা পৌর সভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে বৃহস্পতিবার যাচাই-বাছাইয়ের দিন ছিল। মেয়র পদে ৪ জন, মহিলা কাউন্সিলর পদে ১০ জন এবং পুরুষ কাউন্সিলর পদে ২৯ জন মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। এদের সবারই মনোনয়ন পত্র জেলা রির্টানিং অফিসার এম মাজাহারুল ইসলাম ও উপজেলা সহকারী রির্টানিং অফিসার কাজী মাহমুদ হোসেন পুঙ্খানু-পুঙ্খ ভাবে পরীক্ষা নিরিক্ষা করে বৈধ ঘোষণা করে অনুমোদন করেন।

যেসব প্রার্থীদের মনোনয়ন পত্র বৈধ বলে অনুমোদন হয়েছে তারা হলেন, মেয়র পদে আ’লীগ মোননীত প্রার্থী নৌকা প্রতিকে বর্তমান মেয়র সনত কুমার বিশ্বাস, বিএনপি ধানের শীষ প্রতিকে চালনা পৌরসভার সাবেক প্রশাসক আবুল খয়ের খান, স্বতন্ত্র প্রার্খী সাবেক মেয়র অচিন্ত্য কুমার মন্ডল ও স্বতন্ত্র প্রার্থী এসকনের গৌতম কুমার রায়। সংরক্ষিত ১ অসনে (১, ২ ও ৩ নং ওয়ার্ড) কাউন্সিলার পদে (মহিলা) আমোদিণী রায়, কণিকা বৈরাগী, রাবেয়া পারভীন, অঞ্জনা সরকার ও মোসাম্মৎ রুবাইয়া ইয়াছমিন। সংরক্ষিত ২ (৪, ৫ ও ৬) আসনে মঞ্জু রাণী ধর ও হাসিনা বেগম। সংরক্ষিত ৩ (৭, ৮ ও ৯) আসনে জামিলা বেগম, নাসিমা বেগম ও রাধা জোয়াদ্দার।

সাধারন কাউন্সিলর (পুরুষ) পদে ১নং ওয়ার্ডে নিত্যানন্দরায়, শুভংকর রায়, দেবব্রত রায়, গোবিন্দ বিশ্বাস, সুকুমার রায়। সাধারন ২ নং ওয়ার্ডে মোঃ মহসিন আকুঞ্জি, বিলাশ বিশ্বাস, আব্দুল বারিক শেখ। ৩ নং ওয়ার্ডে কৃষ্ণ পদ বিশ্বাস, মোঃ রোস্তম আলী খান। ৪ নং ওয়ার্ডে মাসুদ রনা, আযুব কাজী। ৫ নং ওয়ার্ডে অসিত কুমার সাহা, চয়ন সাহা। ৬ নং ওয়ার্ডে মোঃ আল-আমীন শেখ, সুধীন্দ্র বিশ্বাস মাখন, মিহির বিশ্বাস, নূর মোহাম্মাদ বিশ্বাস। ৭ নং ওর্য়াড দেবশীষ ঢালী, মোঃ আব্দুস সাত্তার সরদার, উত্তম রায়, বিপ্লব কান্তি বিশ্বাস। ৮ নং ওয়ার্ডে এস এম অব্দুল গফুর, মোঃ শহর অলী শেখ মনি, কে এম আজহর হোসেন ছাব্বির। ৯ নং ওয়ার্ডের শেখ মেহেদী হসান বুল বুল, মিন্টু আচারী, কমলেশ গোলদার, শেখ মহসিন রেজা।

জেলা ও উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মনোয়ন পত্র প্রত্যাহারের তারিখ ১০ ডিসেম্বর, প্রতিক বরাদ্দ ১১ ডিসেম্বর, এবং ভোট গ্রহণ ২৮ ডিসেম্বর সোমবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ৯ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!