পাকিস্তানের কাসুর জেলার রাভিনে যাত্রীবাস খাদে পড়ে আটজন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে। খবর জিও নিউজ
উদ্ধারকর্মীরা জানিয়েছেন, চালক এক পর্যায়ে ঘুমিয়ে পড়লে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে গেলে এ ঘটনা ঘটে। এতে নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের উদ্ধার করে বুল্লেহ শাহ জেলা হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতাল সূত্র জানিয়েছে, আহত দুজনের অবস্থা গুরুতর।
জিও নিউজকে পুলিশ জানিয়েছে, কি কারণে এ দুর্ঘটনা ঘটেছে তার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
এদিকে এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় পাঞ্জাব প্রদেশের বিভিন্ন জেলায় মোট ১ হাজার ৩০৬টি সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত এবং ১ হাজার ৪৯৬ জন আহত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আহতদের মধ্যে ৬১২ জনের অবস্থা গুরুতর। তাদেরকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
খুলনা গেজেট/এএজে