রাজধানীর চানখারপুলে জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় শিক্ষার্থীসহ ৬ জনকে হত্যার বিচার শুরু হয়েছে।
রোববার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ ৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করার মধ্যে দিয়ে বিচার শুরু হয়।
এর আগে সকালে জুলাই হত্যার অন্য আসামি পুলিশ সদস্য আরশাদ, সুজন, ইমন, নাসিরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
জানা গেছে, রাজধানীর চানখারপুল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে হত্যাকাণ্ড চালানো হয়। এতে শাহরিয়ার খান আনাস, শেখ মাহদি হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক এবং মানিক মিয়া শাহরিক নিহত হন।
খুলনা গেজেট/এনএম