অভয়নগরের জিয়াডাঙ্গা গ্রামে দুই চাচার বিরুদ্ধে কিশোর ভাইপোকে গলাটিপে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। ভূক্তভোগী ওই ভাইপোর নাম আবু হুজাইফা(১৬)। তিনি ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। অভিযুক্ত চাচারা হলেন মোস্তফা গাজী ও মোসলেম গাজী তারা ওই গ্রামের মৃত আলেক গাজীর ছেলে।
এলাকাবাসী ও থানার অভিযোগ সূত্রে জানা গেছে,আবু হুজাইফার পিতা বিদেশে চাকরি করেন। তার মা ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে সংসার সামলান। ভাসুরদের সাথে তার সম্পর্ক ভাল না। শনিবার (১৮ মে) দুপুর বেলায় চাচাদের কাছ থেকে বিছালী (ধানের খড়) কেনা কে কেন্দ্র করে মোস্তফা গাজী ও মোসলেম গাজী, মোস্তফা গাজীর ছেলে নাবিল গাজী (১৯), মোস্তফা গাজীর স্ত্রী সুপিয়া বেগম (৪০) মিলে আবু হুজাইফাকে লাঠি দিয়ে বেদম মারধর করে গলা টিপে হত্যার চেষ্টা করে।
এসময় আবু হুজাইফাকে উদ্ধার করতে তার মা ময়না বেগম (৩২), তার মেয়ে আয়শা খাতুন (১৪) ও ছোট ছেলে নোমান হোসেন (১১) এগিয়ে আসলে হামলাকারিরা তাদেরকে মারধর করেন। পরে প্রতিবেশিরা এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে হুজাইফা কে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জানান হুজাইফার গলায় আঘাত করা হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় ছেলের হত্যার চেষ্টা উল্লেখ করে ময়না বেগম থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
থানার অফিসার ইনচার্য আকিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনার কোন অভিযোগ আমি এখনো হতে পায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
খুলনা গেজেট/এএজে