চাকুরী স্থায়ীকরণের দাবিতে বাগেরহাটে নকল নবিস এসোসিয়েশন মানববন্ধন কর্মসূচি পালন করেছে। রোববার (২৫ মে ) বেলা ১১ টায় বাগেরহাট ডিসি অফিস চত্বরে নকল নবিস এসোসিয়েশনের ব্যানারে ঘন্টব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে দুই শতাধিক বৈষম্য বিরোধী নকল নবিস অংশ নেয়।
এসময় বক্তব্য দেন নকল নবিস এসোসিয়েশনের বাগেরহাটের সমন্বয়ক শেখ সোহেল মাহমুদ, জেলা সভাপতি মো. বেদার আলী, সদস্য আসাফুল হক ও লুবনা খাতুন।
বক্তারা জানান, সাব-রেজিস্ট্রি অফিসে নিয়োজিত নকল নবিস (এক্সট্রা মোহরার) দের চাকুরি রাজস্বখাতে স্থায়ী মোহরার পদ সৃজন অন্তর্ভূক্তকরণে আইন মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরিত প্রস্তাব দ্রুত অনুমোদন দিতে হবে।
সারা দেশে ৪৯৭টি রেজিস্ট্রি অফিসে ৯৭৩টি স্থায়ী মোহরার পদ রয়েছে, যা দ্বারা রেজিস্ট্রি অফিসের সাথে সংশ্লিষ্ট বিপুল সংখ্যক সেবাপ্রার্থীকে উপর্যুক্ত রূপে সেবা প্রদান করে আসছে। অথচ বিনা বেতনে চাকুরি করে মানবেতর জীবনযাপন করছে। চাকুরি রাজস্বখাতে স্থায়ীকরণ করতে হবে বলে দাবি জানানো হয়।
খুলনা গেজেট/এনএম