খুলনা, বাংলাদেশ | ৯ পৌষ, ১৪৩১ | ২৪ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  বিজিবির সাবেক মহাপরিচালক মইনুল ইসলাম বিমানবন্দরে আটক; স্ত্রী সহ কানাডার উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি
  ব্যক্তিগত আয়কর দেয়ার সময় বাড়লো ৩১ জানুয়ারি পর্যন্ত কোম্পানির ক্ষেত্রে ১৫ ফেব্রুয়ারি : এনবিআর

চাকুরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ, প্রতারক হাবিবুল্লাহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

সরকারি চাকুরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ কারি দক্ষিণবঙ্গের বহুরূপী শীর্ষ প্রতারক হাবিবুল্লাহ হাবিব কারিকরকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (১৫ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর থানার পলাশপোল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, এক যুগেরও বেশী সময় ধরে সাতক্ষীরা ও যশোর জেলাসহ আশপাশের এলাকার সাধারণ মানুষের কাছে আতঙ্কের নাম ছিল আসামি-হাবিবুল্লাহ হাবিব। তার নামে কালোবাজারি, দাঙ্গা ঘটানো, সরকারি কাজে বাধা, সরকারি কর্মচারীদের ওপর হামলা, অবৈধ বিস্ফোরক সামগ্রী নিজ আয়ত্তে রাখা, অস্ত্র ব্যবসা, জমি দখল, সরকারি চাকরী দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়া, ঢাকায় ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে নারীদের দিয়ে দেহ ব্যবসাসহ মোট ৯ টি মামলা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনে আওয়ামী সরকারের পতনের পর বিএনপি নেতাদের সাথে ছবি তুলে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার করে এবং ছাত্র সমন্বয়কদের সাথে তাল মিলিয়ে চলে এই হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ হাবিবের বিরুদ্ধে ২০১১ সালে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানায় হত্যাচেষ্টা সহ অন্যান্য মামলা, ২০১৫ সালে সাতক্ষীরা কালীগঞ্জ থানায় নারী ও শিশু মামলা, ২০২০ সালে ডিএমপি ঢাকা মোহাম্মদপুর থানায় প্রতারনা মামলা এবং ২০২২ সালে দেবহাটা থানায় প্রতারনাসহ উক্ত আসামির নামে দেশের বিভিন্ন থানায় ছদ্ম নামে একাধিক মামলা আছে।

গ্রেপ্তারকৃত হাবিবুল্লাহকে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!