চট্টগ্রাম টেস্টের গতিবিধি এখনই ঠিক বোঝা যাচ্ছে না। শনিবার (১৭ ডিসেম্বর) শুরু হয়েছে চতুর্থ দিনের খেলা। শেষ দুই দিনে স্বাগতিক বাংলাদেশের প্রয়োজন আরও ৪৭১ রানের আর সফরকারী ভারতের চাই ১০ উইকেট।
জিততে হলে রেকর্ড গড়তে হবে টাইগারদের। কারণ ৪১৮ রানের বেশি তাড়া করে জয়ের রেকর্ড নেই বাংলাদেশের টেস্ট ইতিহাসে। তবে শেষ দুই দিন বাংলাদেশ অবিশ্বাস্য প্রতিরোধ গড়ে নজর কাড়তে পারে কি না সেটাই দেখার বিষয়।
এর আগে ৫১৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় দিন শেষ বিকেলে ১২ ওভার ব্যাটিংয়ের সুযোগ মেলে বাংলাদেশের। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশেস সংগ্রহ বিনা উইকেটে ৮০ রান। টাইগারদের প্রয়োজন আরও ৪৩৩ রান। জাকির ৩৪ ও শান্ত ৪৬ রানের ব্যাট করছেন।
আগের দিন দুই ওপেনার স্বাগতিকদের বিপদে পড়তে দেননি। উল্টো প্রতি আক্রমণে লড়াই চালিয়েছেন। তাতে ভালো আত্মবিশ্বাস নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ। কোনও উইকেট না হারিয়ে বাংলাদেশের রান ৪২। জাকির হাসান ১৭ ও নাজমুল হোসেন শান্ত ২৫ রানে অপরাজিত ছিলেন।
খুলনা গেজেট/ এসজেড