চট্টগ্রামের মিরসরাইয়ে স্বাধীন বাংলা পরিবহনের একটি বাস উল্টে দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বুধবার (৪ মে) সকাল ১০টার দিকে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের বড় কমলদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রামের কুমিরা হাইওয়ে থানার ডিউটি অফিসার পুলিশের সহকারী পরিদর্শক (এএসআই) মোহাম্মদ জাকির হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, ফয়সাল ও সামছু আচার্য্য।
পুলিশ কর্মকর্তা জাকির হোসেন বলেন, চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে বাসটি লক্ষ্মীপুরের রামগঞ্জে যাচ্ছিল। মিরসরাইয়ের বড় কমলদহে এলাকায় পৌঁছালে বাসটি উল্টে যায়। পরে পুলিশসহ স্থানীয়রা গিয়ে যাত্রীদের উদ্ধার করে।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে কয়েকজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ৮-১০ জনের মতো আহত হয়েছেন।
তিনি বলেন, গাড়িটি কীভাবে উল্টে গেছে তা জানার চেষ্টা চলছে। ঘটনার পর থেকে বাসের চালক পলাতক রয়েছেন। বাসটি জব্দ করা হয়েছে।
খুলনা গেজেট/ এস আই