খুলনা, বাংলাদেশ | ৭ মাঘ, ১৪৩১ | ২১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

চট্টগ্রামে বাইক দুর্ঘটনায় বান্ধবীসহ ছাত্রলীগ নেতার মৃত্যু

গেজেট ডেস্ক

চট্টগ্রাম নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় বান্ধবীসহ চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রলীগের এক নেতা নিহত হয়েছেন। সোমবার রাত (২০ আগস্ট) সোয়া দশটার দিকে ফ্লাইওভারের ওয়াসা থেকে জিইসি মোড়ের মধ্যবর্তী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য আল ইমরান ইফতি (২৩) ও তার বান্ধবী নাহিদা সুলতানা (২১)। এদের মধ্যে আল ইমরান নগরের সদরঘাট থানার মাদার বাড়ির দারোগার হাট এলাকার ইউনুস মোল্লার পুত্র। আর নাহিদা সুলতানা কক্সবাজার জেলার চকরিয়ার রাসেল চৌধুরীর মেয়ে। ইমরান সিটি কলেজের স্নাতক পাস কোর্সের শিক্ষার্থী। নাহিদা সুলতানা নগরীর হালিশহরের মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা শেষ বর্ষের ছাত্রী।

এই বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা জানান, ফ্লাইওভারের ওয়াসা-জিইসি অংশের মধ্যে দ্রুতগতির মোটরসাইকেল ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী তরুণ-তরুণী মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!