চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-হালিশহর-খুলশী) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমীন মারা গেছেন। শুক্রবার (২ জুন) বিকেল ৩টা ৫৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। গত ১৫ দিন ধরে তিনি এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
আফছারুল আমীনের ছেলে মাহিদ উল আমীন এ তথ্য নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আফছারুল আমীন গত তিন বছর ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি সিঙ্গাপুরের একটি হাসপাতালে তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। ওই বছরের ২৩ এপ্রিল তিনি সিঙ্গাপুর থেকে দেশে ফিরেন। এরপর থেকে তিনি দেশে চিকিৎসা নেন।
চট্টগ্রাম-১০ আসন থেকে ২০০৮ ও ২০১৪ সালে দুবার সংসদ সদস্য নির্বাচিত হন আফছারুল আমীন। ২০০৮ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তাকে নৌ পরিবহনমন্ত্রী করা হয়। তিনি চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহসভাপতি পদেও ছিলেন। তার বাড়ি চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলীতে।
খুলনা গেজেট/এনএম