খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

‘ঘেরের আইলে সবজি চাষে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে’

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট মহাপরিচালক ড. দেবাশীষ সরকার বলেন, ঘেরের আইলে সবজি চাষ করে এই অঞ্চলের কৃষকরা কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। এখানকার কৃষকদের দেখে অন্যরা ও ঘেরের আইলে সবজি চাষে উৎসাহিত হচ্ছে। এখন বাজারে সবজির দাম অনেক বেশি। এজন্য ঘেরের আইলে সবজির চাষ বৃদ্ধি করলে কৃষকরা লাভবান হবেন।

শনিবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা এলাকায় অনুষ্ঠিত “ঘেরের বাঁধে বছরব্যাপী উচ্চমূল্যের সবজি উৎপাদন প্রযুক্তি প্রদর্শন” শীর্ষক মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

সাতক্ষীরায় এসএসিপি প্রকল্পের আওতায় এই মাঠ দিবসের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সাতক্ষীরার বিনেরপোতাস্থ কৃষি গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড, শিমুল মন্ডল।

অনুষ্ঠানে বারি উদ্ভাবিত বারি আম-৪, বারি আম-১১, বারি মাল্টা-১, বারি সফেদা-৩ এবং বারি ড্রাগন-১ এর চারা ১২৫ জন কৃষককে জন প্রতি ৫ টি করে মোট ৬২৫ টি চারা বিতরণ করা হয়।

মাঠদিবস অনুষ্ঠানে জানানো হয়, কালীগঞ্জের ভাড়াশিমলা এলাকার ৩০ জন কৃষকের চাষ করা ১০০ বিঘা ঘেরের বাঁধের জমিতে ১০৯৫ টন সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এ লক্ষ্যে খরিপ মৌসুমে তালিকাভুক্ত কৃষকদের মাঝে বারি লাউ-৪ এর ১ কেজি, বারি মিষ্টি কুমড়া-২ এর ১ কেজি, বারি বরবটি-১ এর ২, বারি বরবটি-২ এর ২ কেজি, বারি শিম-৭ এর ১ কেজি, বারি করলা-২ এর ১.৫ কেজি বীজ বিতরণ করা হয়। পরে মাট দিবসে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে বিভিন্ন রকমের ফলজ বৃক্ষের যারা বিতরণ করা হয়।

বিনেরপোতা কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক সহকারী এসএম মতিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুর এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা সরেজমিন গবেষণা বিভাগ, ড. মোঃ মাজহারুল আনোয়ার, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট দৌলতপু, খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, সরেজমিন গবেষণা বিভাগ ড. মোঃ হারুনর রশিদ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুর এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বীজ প্রযুক্তি বিভাগ ড. পরিমল চন্দ্র সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক মোঃ সাইফুল ইসলাম, বিনা উপকেন্দ্র সাতক্ষীরার উদ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বাবুল আক্তার, বিনোরপোতা কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা অলি আহমেদ ফকির, এসএসও প্রধান ব্রী সাতক্ষীরা ড.শাহানা পারভীন, বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ শিহাব উদ্দীন খাঁন প্রমূখ।

মাঠ দিবস অনুষ্ঠানে কৃষি গবেষণ প্রতিষ্ঠানের বৈজ্ঞানিক সহকারীবৃন্দ ও অন্যন্য কর্মচারীগণ সহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!