চৌগাছায় ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে ৭ম শ্রেণির ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে জগদীশপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। মৃত ছাত্রর নাম হল ইয়াজমুল হাসান জীমে। সে ওই গ্রামের ইয়াদুল ইসলাম ও তাহমিনা দম্পতির ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের আত্মীয় ইমাম হোসেন সাগর জানান, মির্জাপুর গ্রামের ভগ্নিপতির ছেলে ইয়াজমুল হাসান জীম রবিবার বেলা সাড়ে ১২ টার দিকে বাড়ীর ছাদে ঘুড়ি ওড়াতে যায়। ঘুড়ি ওড়ানো অবস্থায় আকস্মিকভাবে সে ছাদ থেকে মাটিতে পড়ে গুরুতর আহত হয়। এই অবস্থায় পরিবারের লোকজন দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ উপস্থিত হয়। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় জীমের মরাদেহ দাফনের অনুমতি দেয় পুলিশ।
এদিকে একমাত্র সন্ত্রানকে হারিয়ে পিতা ইয়াদুল ইসলাম নির্বাক হয়ে গেছেন। মা তহমিনা খাতুনও পাগল প্রায়। কেউ তাদের শান্তনা দিতে পারছেন না। এ ঘটনায় এলাকাবাসি ও বিদ্যালয়ের সহপাঠিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
জগদীশপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম জানান, নিহত জীম কান্দি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। আমার জানা মতে জীম অত্যান্ত মেধাবী ছাত্র ছিল। ছেলেটির অকাল মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করছি।
থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছেলেটি ছাদে ঘুড়ি ওড়াতে যায়। আকস্মিক সে ছাদ থেকে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন হাসপাতালে নিলে সে মৃত্যুবরণ করে। পরিবারের কারও কোন অভিযোগ না থাকায় আমরা দাফনের অনুমতি দিয়েছি।
খুলনা গেজেট/এসজেড