খুলনা, বাংলাদেশ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করায় প্রকাশ্য ক্ষমা চাইতে সারজিস আলমকে লিগ্যাল নোটিশ
  প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি ও জামায়াত নেতাদের বৈঠক সন্ধ্যায়

ঘটছে অঘটন, এবার উইন্ডিজকে হারাল স্কটল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছিল নামিবিয়া। এবার বিশ্বকাপের তৃতীয় ম্যাচে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারাল স্কটল্যান্ড। টি-টোয়েন্টিতে এটিই দুই দলের প্রথম সাক্ষাৎ। আর প্রথম সাক্ষাতেই জয়ের দেখা পায় স্কটিশরা।

টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬০ রান করে স্কটল্যান্ড। এতে ক্যারিবীয়দের লক্ষ্য দাঁড়ায় ১৬১ রানের। জবাবে ১৮.৩ ওভারে ১১৮ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। এতে ৪২ রানের বড় ব্যবধানে প্রথম জয় তুলে নেয় স্কটিশরা।

চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে কাইল মায়ার্স শুরুটা ভালোই করেছিলেন (১৩ বলে ২০)। এভিন লুইসও সেট হয়ে গিয়েছিলেন (১৩ বলে ১৪)। এতে ১ উইকেটেই ৫৩ রান তুলে ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে স্কটিশ বোলারদের তোপে আর ২৬ রান তুলতে আরও ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে ক্যারিবীয়রা। দলের এই বিপর্যয়ে একটা প্রান্ত আগলে রেখে লড়াইয়ের চেষ্টা করছিলেন জেসন হোল্ডার। তবে যোগ্য সঙ্গী পাচ্ছিলেন না তিনি। ফলে হোল্ডারের ৩৩ বলে ৩৮ রানের ইনিংসটা দলের পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কোনো কাজে আসেনি। ১৯তম ওভারে শেষ ব্যাটার হিসেবে আউট হন এই অলরাউন্ডার। ১৮.৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজ থামে ১১৮ রানে।

স্কটিশ বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন মার্ক ওয়াট। ১২ রানে ৩টি উইকেট নেন তিনি। দুটি করে উইকেট নেন ব্র্যাড হোয়েল আর মাইকেল লিস্ক।

ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করেছিল স্কটল্যান্ড। তবে ইনিংসের ৫.৩ ওভার যেতেই হানা দেয় বৃষ্টি। স্কটল্যান্ডের বোর্ডে তখন বিনা উইকেটেই ৫২ রান। বৃষ্টির পর ফের খেলা শুরু হলে লড়াইয়ে ফেরে ক্যারিবীয়রা।

১৭ বলে ২০ রান করা ওপেনার মাইকেল জোনসকে বোল্ড করেন সাবেক অধিনাযক হোল্ডার। ভাঙে জর্জ মুনসের সঙ্গে ৩৮ বলে ৫৫ রানের ঝোড়ো জুটি। এরপর ম্যাথিউ ক্রস আর রিচি বেরিংটনকে ইনিংস বড় করতে দেয়নি ক্যারিবীয়রা। ম্যাথিউ ক্রস ৩ করে হন হোল্ডারের দ্বিতীয় শিকার, ১৪ বলে ১৬ করে আলজেরি জোসেফকে উইকেট দেন স্কটিশ কাপ্তান বেরিংটন।

চতুর্থ উইকেটে জর্জ মুনসে আর কলাম ম্যাকলয়েড ২০ বলে যোগ করেন ৩১ রান। ম্যাকলয়েড মারমুখী ছিলেন (১৪ বলে ২৩)। ১৬তম ওভারে তাকে ফিরিয়ে জুটিটি ভাঙেন ওডিয়েন স্মিথ। তবে পরের ওভারেই ব্যক্তিগত ফিফটি তুলে নেন ওপেনার মুনসে। ৪৩ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের অষ্টম হাফসেঞ্চুরি পূরণ করেন তিনি। ইনিংসের শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন। ৫৩ বলে ৯ বাউন্ডারিতে করেন ৬৬ রান। ক্যারিবীয়দের পক্ষে জেসন হোল্ডার এবং আলজেরি জোসেফ নেন দুটি করে উইকেট।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!