স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বহুমুখী পাট-জাত পণ্য ও কারুপণ্যের সাপ্তাহিক প্রদর্শনী “দেশীয় হাট” মেলা অনুষ্ঠিত হচ্ছে। গ্রীণ নারী কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে শনিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দৌলতপুর মহসিন কেডিএ মাঠের পাশে সংস্থার কার্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে এক ফ্যাশান শো অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শেখ নজীর আহম্মেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ মনির আহম্মেদ। গ্রীণ নারী কল্যাণ ফাউন্ডেশন এর স্বত্তাধিকারী অধ্যক্ষ সাকেরা বানুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ দেশীয় হাট মেলা ও ফ্যাশন শোতে বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শেখ নজীর আহম্মেদ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান শীলা আহম্মেদ, দিঘলিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরীন ময়না, জুট টেক্সটাইল মিলস লিঃ এর ম্যানেজার পূর্নেন্দু দেবুবাই, প্রাক্তন উপজেলা শিক্ষা অফিসার রীনা পারভীন, সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শহীদুল ইসলাম জোয়াদ্দার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাকসুদুল ইসলাম, দিঘলিয়া উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক শেখ আল মামুন প্রমুখ, স্বেচ্ছাসেবী সংগঠন আলোর মিছিল এর উপদেষ্টা মোঃ হাবিবুর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক রিপন আহম্মেদ।
এই মেলা এবং ফ্যাশার শো’র মূল লক্ষ এবং উদ্দেশ্য হচ্ছে পাটের তৈরী দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণ। গত ১৫ জানুয়ারি থেকে দেশী হাটের এ মেলা শুরু হয়েছে, চলবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত। সপ্তাহে ২ দিন প্রতি শুক্রবার এবং শনিবার সকার ১০ থেকে রাত ৮ টা পর্যন্ত এ মেলা চলে। মোট ১৪ টি স্টলে বিক্রি হচ্ছে নানান ধরণের হাতে তৈরী দেশীয় পণ্য সামগ্রী।
খুলনা গেজেট/এমএইচবি