খুলনা, বাংলাদেশ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলি
  ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

গ্রীড বিপর্যয় : বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল খুলনাসহ দক্ষিণাঞ্চলের ১৫ জেলা

নিজস্ব প্রতিবেদক 

জাতীয় গ্রীড বিপর্যয় হওয়ার কারণে ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানীর (ওজোপাডিকো) আওতাধীন দক্ষিণাঞ্চলের মানুষ বিদ্যুৎহীন রয়েছে। শনিবার (২৬ এপ্রিল) বিকাল ৫টা ৫০ মিনিটে জাতীয় গ্রীড বিপর্যয়ের কারণে দক্ষিণাঞ্চলের ১৫ জেলার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়ে। তীব্র গরমের মধ্যে বিদ্যুৎহীন হয়ে পড়ায় দূর্ভোগে পড়ে এই অঞ্চলের মানুষ।

ওজোপাডিকো সূত্রে জানা যায়, জাতীয় গ্রীড বিপর্যয়ের কারণে বিকাল ৫ টা ৫০ মিনিটে ১৫ জেলার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে সন্ধ্যা ৭ পর থেকে বিভিন্ন স্থানে বিদ্যুতের সরবরাহ স্বাভাবিক হতে শুরু করে।

এদিকে বিদ্যুৎ না থাকায় খুলনা, বরিশাল বিভাগসহ পদ্মার এপারের ১৫ জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

খুলনা, বরিশাল, সাতক্ষীরা, বাগেরহাট, যশোরসহ বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে জানা যায়, বিকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। ফলে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে গোটা দক্ষিণাঞ্চল। অনেক স্থানে রাত সাড়ে ৮টা পর্যন্ত বিদ্যুতের দেখা মেলেনি। আবার কিছু কিছু স্থানে বিদ্যুৎ এসেছে।

খুলনার নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থী তানভীর আহমেদ জানান, নগরীর ময়লাপোতার মোড়ে বিকাল থেকে আছি। সাড়ে ৫টার পর এখানে বিদ্যুৎ চলে যায়। রাত ৭টা ৫০ মিনিটে একবার বিদ্যুৎ আসে। পরে আবার ৮টা ১৬ মিনিটে বিদ্যুৎ চলে যায়। রাত সাড়ে ৮টা পর্যন্ত বিদ্যুৎ ছিল না।

খুলনার রূপসা উপজেলার বাসিন্দা মাজহারুল ইসলাম বলেন, বিকালে বিদ্যুৎ চলে যায়। রাত সাড়ে ৮টা পর্যন্ত বিদ্যুৎ আসেনি। প্রচন্ড গরমে নাজেহাল হতে হয়েছে।

সাতক্ষীরার তালা উপজেলার শাহাজাৎপুরের শুভ বিশ্বাস জানান, বিকাল থেকে বিদ্যুৎ নেই। রাত সাড়ে ৮টা পর্যন্ত বিদ্যুতের দেখা মেলেনি। প্রচন্ড গরমে দূর্ভোগে পড়তে হচ্ছে।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে ওজোপাডিকোর সদর দপ্তরের নির্বাহী পরিচালক (পরিচালন) মোঃ আব্দুল মজিদ বলেন, ৫ টা ৫০ মিনিটে ঢাকার আমিন বাজার থেকে গোপালগঞ্জের মধ্যবর্তী কোন একটি স্থানে ৪০০ কেভি লাইনের ত্রুটি দেখা দেয়। প্রায় সোয়া একঘন্টা খুলনা, বরিশাল, ফরিদপুরসহ ১৫ জেলায় বিদ্যুতের সরবরাহ বন্ধ হয়ে যায়। রাত ৮টার দিকে খুলনা, বরিশালের অধিকাংশ স্থানে বিদ্যুতের সরবরাহ স্বাভাবিক হয়। তবে কিছু কিছু স্থানে এখনও স্বাভাবিক হয়নি। কিছুক্ষণের মধ্যে বিদ্যুতের সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!