গোপালগঞ্জের মুকসদুপুরে রাস্তার পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল সাতটার দিকে মুকসুদপুর-উজানি সড়কের পাশ থেকে ঐ ব্যক্তির মৃত দেহ উদ্ধার করে পুলিশ।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু বকর মিয়া বলেন, মকসুদপুর উপজেলার মুকসুদপুর-উজানি সড়কের পাশে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। মৃত ব্যক্তির হাত পা টেপ দিয়ে বাঁধা ছিল।
তিনি আরো জানান, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।