গোপালগঞ্জে ডিলারের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। প্রথম দিন সদর ও টুঙ্গিপাড়ার দুটি স্পটে ১ হাজার ৭৯ জনের মধ্যে পারিবারিক কার্ডের ভিত্তিতে মালামাল বিক্রি করা হচ্ছে।
আজ রোববার(২০ মার্চ) সকাল ১০ টায় সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের কাজির বাজার এলাকায় টিসিবি পণ্য বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। ৩৫ জন ডিলারের মাধ্যমে জেলার ৮৯ হাজার ১০৫জন উপকারভোগীর মধ্যে এই পণ্য বিক্রি করা হবে।
টিসিবির পণ্যের মধ্যে রয়েছে ১ম পর্যায়ে ৬৫ টাকা কেজি দরে ২কেজি মশুর ডাল, ৫৫টাকা কেজি দরে ২ কেজি চিনি এবং ১১০ টাকা লিটার দরে ২লিটার সোয়াবিন তেল বিক্রয় করা হচ্ছে। দ্বিতীয় কিস্তি দেয়া হবে ৩এপ্রিল। কেবলমাত্র ফ্যামিলি কার্ডের মাধ্যমেই টিসিবি পণ্য বিক্রি করা হচ্ছে।
টিসিবি’র পণ্য কিনতে আসা ঘোষেরচর গ্রামের আহাদ আলি শেখ ও কালাম সরদার জানান, বাজার থেকে কম মূল্যে টিসিবির মালামাল কিনতে পারছি এতে আমাদের অর্থ সাশ্রয় হচ্ছে।
বাজার থেকে প্রায় অর্ধেক দামে কিনতে পেরে আমরা খুশি এবং সরকারকে ধন্যবাদ জানাই। সাথে সাথে এই কার্যক্রম অব্যাহত রাখারও দাবী জানান তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক শাহিদা সুলতানা সাংবাদিকদেরকে জানান, জেলার ৮৯ হাজার ১০৫জন নিম্নআয়ের লোকদের মাধ্যে পারিবারিক কার্ডের মাধ্যমে ন্যয্যমূল্যে টিসিবির পণ্য বিক্রি সারা দেশের মতো গোপালগঞ্জেও উদ্বোধন করা হলো। ন্যায্য মূল্যের পণ্য কিনতে পেরে নিম্ন আয়ের লোকেরা কিছুটা হলেও উপকৃত হবে।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মোঃ ইলিয়াছুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খানসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/ এস আই