গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে দুই নারীসহ তিন জনের মৃত্যু হয়েছে। এনিয়ে করোনায় আক্রান্ত হয়ে ৫০ জনের মৃত্যু হলো। গোপালগঞ্জ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: সাকিবুর রহমান এসব মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।
করোনায় মৃতরা হলেন, গোপালগঞ্জ জেলা শহরের নিচুপাড়া এলাকার হারেজ ফকিরের মেয়ে ডালিম বেগম (৬০), খ্রীষ্টানপাড়া এলাকার গগণ মৃধার ছেলে পুলনি মৃধা (৯০) ও মুকসুদপুর এলাকার টেংরাখোলা গ্রামের জাবেদা বেগম (৭৫)।
গোপালগঞ্জ সিভিল সার্জন অফিস জানায়, জেলা শহরের খ্রীষ্টানপাড়া এলাকার পুলনি মৃধা গত ২৩ জুন করোনায় আক্রান্ত হয়ে গোপালগঞ্জ ২৫০-শয্যা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান।
অপরদিকে, শহরের নিচুপাড়া এলাকার ডালিম বেগম ২১ জুন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালের করোনা ইউনিটে র্ভতি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।
অন্যদিকে মুকসুদপুর উপজলোর টেংরাখোলা গ্রামের জাবেদা বেগম (৭৫) গত ২১ জুন করোনার উপর্সগ নিয়ে মারা যান। পরে ২৩ জুন রাতে তার নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে ৫০ জনের মৃত্যু হলো। আর জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫০৫ জন।
খুলনা গেজেট/ এস আই