গোপালগঞ্জে প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ভ্যানগাড়ির সংঘর্ষে জিকরুল মোল্লা (৬৫) নামে এক মাংস ব্যবসায়ী নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন প্রাইভেটকারের ৩ যাত্রী।
রোববার (২০ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জিকরুল মোল্লা বাগেরহাটের মোল্লাহাট উপজেলার বড় গাওলা গ্রামের বাসিন্দা।
গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভ্যানে করে বিক্রির জন্য মাংস নিয়ে সদর উপজেলার ভাটিয়াপাড়া থেকে শহরের বেদগ্রামে যাচ্ছিলেন জিকরুল। এসময় বিপরীত দিক থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানগাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং প্রাইভেটকারটি রাস্তার পাশে খাদে পড়ে ঘটনাস্থলে জিকরুলের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এ ঘটনায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
খুলনা গেজেট/এনএম