গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যে দিয়ে সরস্বতীর পূঁজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর পূঁজা অনুষ্ঠিত হয়। এছাড়া জেলার বিভিন্ন পাড়া-মহল্লার মন্দিরে ও বাড়িতে জ্ঞানের দেবী সরস্বতীর পূঁজা অনুষ্ঠিত হয়েছে।
পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্যে একটু পরপর দেয়া হয় অঞ্জলী। উলুধ্বনি ও ঢাকের বাজনায় মুখোরিত হয়ে ওঠে প্রতিটি পূঁজা মন্ডপ। এরপর জ্ঞান লাভের আশায় জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ভক্ত এবং শিক্ষার্থীরা।অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে প্রণতি জানান তারা। পূঁজা শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
খুলনা গেজেট/এনএম