খুলনা, বাংলাদেশ | ২২ মাঘ, ১৪৩১ | ৫ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  রূপসা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম সুন্দরবন টাইগার্স, দ্বিতীয় জয় মা কালী ও তৃতীয় মোবাইল দল
  শেখ হাসিনাকে হত্যাচেষ্টা : ফাঁসির ৯ জনসহ সব আসামি খালাস
  গাজীপুরের কালীগঞ্জে সবজি বোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খালে, নিহত ৩

গোপালগঞ্জে নানা আয়োজনে বসন্তবরণ ও পাঠ উৎসব

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যে দিয়ে বসন্তবরণ ও পাঠ উৎসব অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

সোমবার(১৪ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় নজরুল পাবলিক লাইব্রেরী চত্ত্বরে বসন্তবরণ ও পাঠ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু, অতিরিক্ত জেলা প্রশাসক মোসা: নাজমুন নাহার উপস্থিত ছিলেন।

পরে সেখানে ফিতা কেটে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন এবং বইয়ের স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক। এরপর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা বসন্ত বরণের গান ও নাচ পরিবেশন করেন। এ অনুষ্ঠানে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/ এস আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!