প্রাণঘাতী করোনা সংক্রমণরোধে গোপালগঞ্জে দ্বিতীয় দিনের সর্বাত্মক লকডাউন চলছে। বুধবার সকাল ৬টা থেকে জেলা ও উপজেলা শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা লকডাউন কার্যকর করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিছু সংখ্যক মানুষ আইন শৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে শহরে চলাচল করছে। শহরে প্রবেশের পথে পাহারা বসিয়ে ব্যাটারী চালিত ইজিবাইক ও থ্রিহুইলার ফিরিয়ে দিচ্ছেন পুলিশ।
শহরের প্রধান কাঁচা-বাজারে ক্রেতার সংখ্যা তুলনামূলকভাবে কম। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শহর ও উপজেলা গুলোতে ভ্রাম্যমান আদালত পরিচালিত হচ্ছে। এদিকে জনগণকে সচেতন করতে ও বিনা প্রয়োজনে বাইরে না আসার জন্য মাইকিং করছে প্রশাসন।
গোপালগঞ্জের সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় জেলায় ৯৫ জনের নমুনা পরীক্ষায় ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে একজনের। চলতি মাসে জেলায় ২ হাজার ১৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫৭৪ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। একই সময়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত জেলায় ২৪হাজার ৯১১ জনের নমুনা পরীক্ষায় ৪ হাজার ৪২৮ জন করোনা পজেটিভ হয়েছে। মৃত্যু হয়েছে ৪৬ জনের।
খুলনা গেজেট/এনএম