ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। আজ সোমবার সকালে মহাসড়কের কাশিয়ানী উপজেলার শিবগাতী বাজার এলাকা থেকে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়। আগামী ৬ জানুয়ারী পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলবে।
আজ অভিযান চলাকালে মহাসড়কের শিবগাতী বাজার, পোনা বাসষ্ট্যান্ড, ভাটিয়াপাড়া বাসষ্ট্যান্ড, ঘোনাপাড়া বাজারসহ বিভিন্ন বাসষ্ট্যান্ড ও মহাসড়কের পাশে স্খাপতি হাট-বাজারের দুই শতাধিক অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।
এ সময় গোপালগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহিদ হোসেন, উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ শাকিরুল ইসলাম, স্টেট এন্ড ল’ অফিসার অনিন্দিতা রায়, উপ-সহকারী প্রকৌশলী মোঃ রাসেল শিকদার, মোঃ সাহিনুর রহমান, সার্ভেয়ার শিবলী সাদিক, শামীম আহম্মেদ, সাইফুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
নির্বাহী প্রকৌশলী মোঃ জাহিদ হোসেন বলেন, মহাসড়কের পাশে বিনা অনুমতিতে যত্রতত্র দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, হোটেল ও হাট-বাজার স্থাপনের কারণে প্রায় দুর্ঘটনা ঘটছে। সড়ক দুর্ঘটনার কারণে অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই নিরাপদ সড়ক নিশ্চিতকরণে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশের মুকসুদপুর থেকে মোল্লাহাট আবুল খায়ের সেতু পর্যন্ত এ অভিযান চালানো হবে। তিনি সাধারন মানুষকে মহাসড়কের পাশে যত্রতত্র দ্কোান-পাট বা ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন না করার জন্য অনুরোধ জানান।
খুলনা গেজেট/এ হোসেন