খুলনা, বাংলাদেশ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের রায় কাল
  গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
  কানাডায় ট্রুডোর উত্তরসূরি হিসেবে প্রধানমন্ত্রীর শপথ নিলেন কার্নি

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জে “টুঙ্গিপাড়া এক্সপ্রেসের” একটি ট্রেনে কাঁটা পড়ে রমাকান্ত রায় (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (০৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার নলডাঙ্গা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুম খান জানান, মঙ্গলবার রাতে পার্শ্ববর্তী গোলাবাড়ীয়া গ্রামে ধর্মীয় সভায় যান বৃদ্ধ রমাকান্ত রায়। পরে সভা শেষে রাতে বাড়ী ফেরার পথে নলডাঙ্গা রেলক্রসিং পার হতে গেলে গোবরা রেলষ্টেশন থেকে কাড়ারগাতী স্টেশনগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি ট্রেনে কাঁটা পড়ে ঘটনাস্থলে নিহত হন ওই বৃদ্ধ। পরে ভোরে এলাকাবাসী হাঁটতে বের হলে রেল লাইনের উপর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেয়।পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও বলেন, রেল লাইনে দূর্ঘটনার ঘটনায় রাজবাড়ী রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

এদিকে পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ঢাকা ও আশেপাশের জেলায় ৪৮ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে। বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শরিফুল ইসলাম আজ বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!