গোপালগঞ্জে ১৪ দিনের লকডাউনের প্রথম দিনে শহরে রিক্সা, ব্যাটারি চালিত অটোরিক্সা, মাহেন্দ্র ও মটরসাইকেল চলাচল রয়েছে যথেষ্ট। শহরের কিছু পয়েন্টে পুলিশ তাদের আটকিয়ে জিজ্ঞাসাবাদ করছেন। কাঁচা বাজার গুলোতে আগের মতো মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।
এদিকে, লকডাউন কার্যকর করতে জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসারের সমন্বয়ে গঠিত মোবাইল টিমের টহল অব্যাহত রয়েছে। তারা সড়কে বা পাড়া-মহল্লায় অযথা ঘোরাফেরা করা মানুষদের বাড়িতে থাকার পরামর্শ দিচ্ছেন।
খুলনা গেজেট/এনএম